1. brigidahong@tekisto.com : anthonyf69 :
  2. mieshaalbertsoncqb@yahoo.com : delorismoffitt :
  3. gkkio56@morozfs.store : doriereddick :
  4. : admin :
  5. kleplomizujobq@web.de : humbertoabdullah :
  6. sjkwnvym@oonmail.com : joellennnx :
  7. gertrudejulie@corebux.com : modestaslapoffsk :
  8. cristinamcmaster6222@1secmail.com : renetrotter53 :
"কৃত্রিম পায়ে নতুন জীবন" সামাজিক কাজে দৃষ্টান্ত স্থাপন, দুর্গাপুর উন্নয়ন ফোরাম - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ১৮ মে ২০২৪, ০১:৫৮ অপরাহ্ন

N

“কৃত্রিম পায়ে নতুন জীবন” সামাজিক কাজে দৃষ্টান্ত স্থাপন, দুর্গাপুর উন্নয়ন ফোরাম

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২২
  • ৩০৮ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী 

দুর্ঘটনা বা যেকোন ভাবে অঙ্গহীন রোগীদের বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন এর ব্যবস্থা করে দিচ্ছেন দুর্গাপুর উপজেলা উন্নয়ন ফোরাম। ইতোমধ্যে রাজশাহী জেলার বিভিন্ন উপজেলার বেশ কিছু লোকজনকে কৃত্রিম পা সংযোজন করা হয়েছে। এ ব্যাপারে দুর্গাপুর উপজেলা উন্নয়ন ফোরামের প্রেসিডেন্ট মোঃ আলতাফ হোসেন বলেন, কৃত্রিম অঙ্গ সংযোজন খুব স্পর্শকাতর একটি বিষয়। সারা জীবন আমরা নিজের পা দিয়ে হেঁটে অভ্যস্ত হঠাৎ করে অন্য পা বসিয়ে দেওয়া হলো ব্যাপারটা এত সহজ নয়। শরীরে নানা বিষয় ও অ্যানাটমি চেক করেই কৃত্রিম অঙ্গ তৈরী করে রোগীর দেহে সংযোজন করতে হয়।এছাড়া কৃত্রিম অঙ্গ সংযোজনের পর নিয়মিত একটি ট্রেনিং করতে হয়। ট্রেনিং না করলে ভিন্ন একটা পার্ট আমাদের দেহ গ্রহন করবে না। যদি না করে তবে নানা ধরনের সমস্যা ও জটিলতা তৈরি হবে। দুর্গাপুর উপজেলা উন্নয়ন ফোরাম এর প্রকল্প পরিচালক মোঃ মাহবুবুর রহমান বলেন, অঙ্গহীন মানুষগুলো দীর্ঘদিন ক্রাচ, লাঠি কিংবা বাঁশের সাহায্যে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলত। তবে কৃত্রিম পা পাওয়ার পর তাদের দেখলে মনে হয় তারা যেন সত্যিকারের পা পেয়েছে।মানুষগুলো ভালোভাবে হেঁটে চলাফেরা করতে পারছে এটা দারুণ আনন্দের ব্যাপার। পা না থাকায় অনেকে অসহায় ভাবে বাড়িতে বসে থাকত। এখন পা পেয়ে শুধু সেই মানুষগুলোর জীবন বদলে গেছে তা নয় তাদের পরিবারের চেহারা বদলে গেছে। কথা হয়: দুর্গাপুর উপজেলা উন্নয়ন ফোরাম এর পক্ষ থেকে কৃত্রিম পা পেয়েছেন এমন একজনের সাথে মোঃ জনি ইসলাম, বিনোদপুর ইসলামিয়া কলেজের (বি,এ) শিক্ষার্থীর সাথে তিনি বলেন, আমি কৃত্রিম পা ব্যবহার করছি খুব সাচ্ছন্দ্যভাবে। কোন অসুবিধা হচ্ছে না। নিজেকে স্বাধীন মনে হয়। আরো কথা হয়, গোদাগাড়ী উপজেলার জাহানাবাদ গ্রামের মৃত মাও দানেশ এর ছেলে মোঃ আব্দুল্লাহ (৪৫) সাথে তিনি বলেন, আমি গত মাসে দুর্গাপুর উপজেলা উন্নয়ন ফোরাম কাছ থেকে বিনামূল্যে কৃত্রিম পা সংযোজন পেয়েছি। এই কৃত্রিম পা নিয়ে আমি অটোরিকশা চালিয়ে জীবন-যাপন করছি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST