1. brigidahong@tekisto.com : anthonyf69 :
  2. mieshaalbertsoncqb@yahoo.com : delorismoffitt :
  3. : admin :
  4. sjkwnvym@oonmail.com : joellennnx :
  5. gertrudejulie@corebux.com : modestaslapoffsk :
  6. cristinamcmaster6222@1secmail.com : renetrotter53 :
নেতৃত্বের গুণাবলী নিয়ে নিজেকে তৈরি করতে হবেঃ এমপি এনামুল হক - ডিবিসি জার্নাল২৪
শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১১:৫৭ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৭৫ জন বহিষ্কার বিসিএস পরীক্ষা: কেন্দ্রে প্রবেশ করতে না পেরে সড়কে যুবকের গড়াগড়ি দুর্গাপুরে চুল কেটে মধ্যযুগীয় কায়দায় যুবককে পাশবিক নির্যাতন বৃষ্টি প্রার্থনায় পুঠিয়ায় ইসতিসকার নামাজ আদায় রাজশাহীতে পদ্মা নদীতে গোলস করতে নেমে ৩ শিক্ষার্থীর মৃত্যু দুর্গাপুরে চেয়ারম্যান পদে আ’লীগের  তিন হেভিওয়েট নেতা দুর্গাপুরে ১২ প্রার্থীরই মনোনয়নপত্র বৈধ ঘোষণা দুর্গাপুরে উপজেলা ছাত্রলীগের উদ্যোগে বৃক্ষরোপণ  সিরাজগঞ্জে অবৈধভাবে গড়ে ওঠা মৎস্য আড়ৎ উচ্ছেদ ও জমি ফেরতের দাবীতে মানববন্ধন সিরাজগঞ্জে আপিলে প্রার্থিতা ফিরে পেলেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী নাসিম রেজা নূর দিপু

N

নেতৃত্বের গুণাবলী নিয়ে নিজেকে তৈরি করতে হবেঃ এমপি এনামুল হক

  • আপডেট করা হয়েছে শনিবার, ২৯ অক্টোবর, ২০২২
  • ১২২ বার পড়া হয়েছে

বাগমারা প্রতিনিধি

রাজশাহীর বাগমারায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে শুরু হয়েছে “আগামী দিনের নেতৃত্ব” শীর্ষক সেমিনার। শনিবার মাড়িয়া মহাবিদ্যালয়ের পক্ষ থেকে কলেজ চত্বরে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। মাড়িয়া মহাবিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি খোরশেদ আলমের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান আলোচক ছিলেন, রাজশাহী-৪(বাগমারা)
আসনের সংসদ ও সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক।

অনুষ্ঠানের প্রধান আলোচক তাঁর বক্তব্যে বলেন, শিক্ষা জীবনে সময়ের দাম সবচেয়ে বেশি। সময় একবার পার হয়ে গেলে আর ফিরে পাওয়া যায় না। সময়ের মূল্য দিতে হবে। নিজেকে প্রতিযোগিতামূলক বাজারে টিকিয়ে রাখতে পরিশ্রমের বিকল্প নেই। শুধু লেখাপড়া করলেই নিজেকে অনেক বড় জায়গায় দাঁড় করানো সম্ভব না।বাংলাদেশকে জানতে হবে।

দেশের স্বাধীনতার ইতিহাসকে জানতে হবে। দেশ এক দিনে স্বাধীন হয়নি। এর পিছনে অনেক ইতিহাস জড়িয়ে আছে। জীবন দিতে হয়েছে লাখ লাখ মানুষকে। শিক্ষার্থীদের শুধু সমাজের গন্ডির মধ্যে আবদ্ধ থাকলে হবে না। সমাজ থেকে রেব হওয়ার চেষ্টা করতে
হবে। ব্যস্ততার মধ্যে দিয়েই ভালো কিছু করতে হবে। পড়াশোনার বিকল্প নেই। রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম সহ অনেক জ্ঞানীগুণীদের সম্পর্কে জানতে হবে। কলেজের খাতায় নিজের নাম থাকলেই ছাত্র হওয়া যাবে না। ছাত্রের যে দায়িত্ব তা মেনে চলতে হবে। প্রধান আলোচক আরো বলেছেন, মা-বাবার প্রতি যত্নবান হতে হবে। তাঁদের কষ্টের মূল্য দিতে হবে। তাই ভালো কিছু হতে গেলে, ভালো কাজ করতে হবে। আগামীতে ভালো কিছু করার প্রত্যয়ে
শপথ বাক্য পাঠ করেন উক্ত অনুষ্ঠানের প্রায় সাড়ে ৩ শত শিক্ষার্থী।

এছাড়াও “আগামী দিনের নেতৃত্ব” শীর্ষক সেমিনারে আগামীতে করণীয় বিভিন্ন বিষয়ে
সরাসরি শিক্ষার্থীদের প্রশ্নের উত্তর প্রদান করেন প্রধান আলোচক ইঞ্জিনিয়ার এনামুল হক। গোবিন্দপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও প্রভাষক আশরাফুল ইসলাম বাবুর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন মাড়িয়া মহাবিদ্যালয়ের অধ্যক্ষ আব্দুর রশিদ মন্ডল, উপজেলা আওয়ামী
লীগের সাংগঠনিক সম্পাদক আল-মামুন প্রামানিক।

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এ্যাড. ইব্রাহীম হোসেন, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, উপজেলা ভাইস চেয়ারম্যান
আসাদুজ্জামান আসাদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মতিউর রহমান টুকু, যুগ্ম সাধারণ সম্পাদক মকবুল হোসেন, দপ্তর সম্পাদক নুরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, রাজনৈতিক নেতৃবৃন্দ, মাড়িয়া মহাবিদ্যালয়ের সকল শিক্ষক-শিক্ষার্থী, কলেজ পরিচালনা
পর্ষদের সদস্য, অভিভাবক এবং চেয়ারম্যানবৃন্দ।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST