1. brigidahong@tekisto.com : anthonyf69 :
  2. foolish@ioaaau.com : barrettgrassi63 :
  3. mieshaalbertsoncqb@yahoo.com : delorismoffitt :
  4. gkkio56@morozfs.store : doriereddick :
  5. : admin :
  6. haydenbaldessin@1secmail.org : elvanorrie1424 :
  7. kleplomizujobq@web.de : humbertoabdullah :
  8. sjkwnvym@oonmail.com : joellennnx :
  9. zpmylwix@oonmail.com : lela88146910269 :
  10. gertrudejulie@corebux.com : modestaslapoffsk :
  11. hellencardona@lingeriefashion.store : phillip6900 :
  12. cristinamcmaster6222@1secmail.com : renetrotter53 :
  13. mild@dewewi.com : sheldon37s :
বেলকুচিতে সরকারি রাস্তার জায়গা দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০৬:২২ অপরাহ্ন
ব্রেকিং নিউজ
রাজশাহীতে জামায়াতের শ্রমিক সমাবেশ কক্সবাজারে পাহাড় ধসে ৬ জন নিহত রাজশাহী মহানগরীতে ৬টি দৃষ্টিনন্দন ফুটওভার ব্রীজের উদ্বোধন দুর্গাপুরের তিন ইউপি চেয়ারম্যানকে অপসারণ করে প্রজ্ঞাপন আরএমপি’র কমিশনার হিসেবে যোগদান করলেন মোহাম্মদ আবু সুফিয়ান সরকারি অর্থের সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে: ড. ইউনূস রাজশাহী জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা রাজশাহীতে বিদেশী পিস্তলসহ সাবেক মেয়রের দেহরক্ষি গ্রেপ্তার দুর্গাপুরে সাবেক প্রতিমন্ত্রীসহ ২৭০ জনের বিরুদ্ধে নাশকতার মামলা, গ্রেপ্তার-৩ সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গিকারাবদ্ধ: আইজিপি

N

বেলকুচিতে সরকারি রাস্তার জায়গা দখল করে অবৈধ ভাবে স্থাপনা নির্মাণের অভিযোগ

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ২৪ মে, ২০২৪
  • ১৩৮ বার পড়া হয়েছে

সিরাজগঞ্জ প্রতিনিধিঃসিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া মাদ্রাসা হতে লক্ষিপুর যেতে ধুকুরিয়া গ্রামের ১ম ব্রিজের পশ্চিম পাশে সরকারি রাস্তা দখল করে অবৈধ ভাবে স্থায়ী স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে।

এ বিষয়ে গ্রাম্য সালিশি করলেও রহস্যজনক কারনে সুফল পাচ্ছেন না বলে মন্তব্য করেন ভুক্তভোগীরা। এ ঘটনায় এলাকার ভুক্তভোগী পথচারীদের মধ্যে চাপা ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

এলাকাবাসীর অভিযোগ সুত্রে জানা যায়, বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া ইউনিয়নের লক্ষীপুর ধুকুরিয়া বেড়া আঞ্চলিক পাকা রাস্তা দিয়ে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকার লোকজন যাতায়াত করে আসছে। এই রাস্তাটি দিয়ে আশপাশের অন্ততঃ প্রতিদিন হাজার হাজার লোক যাতায়াত করে থাকেন।

কিন্তু কিছু দিন ধরে, ধুকুরিয়া (সাতলাঠি)গ্রামের মৃত আব্দুল সাত্তার আকন্দ এর ছেলে,শামীম হোসেন সরকারি রাস্তা দখল করে রাইস মিল করার জন্য, একটি স্থায়ী স্থাপনা নির্মাণ করেন। উক্ত রাইস মিলে বিদ্যুৎ সংযোগের জন্য দুইবার পিলার স্থাপন করতে আসলে,এলাকাবাসী বাঁধা প্রদান করলে,বেলকুচি পল্লী বিদ্যুৎ অফিস কর্তৃপক্ষ ফেরত নিয়ে যেতে বাধ্য হয়, এ সময় উভয়পক্ষের মধ্যে হাতাহাতির ঘটনাও ঘটে। এ বিষয়ে সুষ্ঠ সমাধান কল্পে ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের তত্ত্বাবধনে একটি সালিশি বৈঠক হয়, বৈঠকের সিদ্ধান্ত মোতাবেক সরকারি জায়গা হতে তার অবৈধ স্থাপনাটি সরাতে বলেন।এ বিষয়ে সিরাজগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার বরাবর সরকারি রাস্তার জায়গার উপর অবৈধ স্থাপনা নির্মাণ করে, রাইস মিলে বিদ্যুৎ সংযোগ প্রদান না দেওয়ার প্রেক্ষিতে গ্রামবাসীর পক্ষ হতে একটি লিখিত অভিযোগ পত্র জমা দেওয়া হয়। এছাড়া রাস্তাটি কখনো প্রশস্ত করলে এই অবৈধ স্থাপনাটিই একমাত্র বাধাগ্রস্ত করবে বলে মনে করেন এলাকাবাসী। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঠিক নজরদারি ও সুষ্ঠ ব্যবস্থা গ্রহণ না করায়, ক্রমেই এলাকায় উৎকন্ঠার সৃষ্টি হচ্ছে। এ ঘটনায় যে কোন সময়,রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটতে পারে বলে এলাবাসীর আশঙ্কা। প্রশাসনের কোন প্রকার অনুমতি ছাড়াই,সরকারি রাস্তার জমি দখল করে অবৈধ ভাবে স্থায়ী স্থাপনা নির্মাণ করায়,সচেতন মহলের মধ্যে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে এমনটাই সাংবাদিক কে জানিয়েছেন অত্র গ্রামবাসী।

এ ব্যাপারে বেলকুচি পল্লী বিদ্যুৎ অফিসের এজিএম বলেন,শামীম হোসেনের বৈদ্যুতিক সংযোগের ব্যাপারে আমি অবগত নই তবে বিষয়টা আমি খতিয়ে দেখবো।

পল্লী বিদ্যুৎ অফিসের কম শহিদুল ইসলাম জানান, এ বিষয়টা নিয়ে আমি পূর্বে থেকেই কিছুটা অবগত আছি,শামীম হোসেন জমির কাগজ পত্রাদি অফিসে জমা দিয়েছেন বৈদ্যুতিক সংযোগটি পাওয়ার জন্য। তিনি আরো জানান হয়তো তিনি বৈদ্যুতিক সংযোগ টি পাওয়ার জন্য উপর মহলের দ্বারা তদবির করছেন। সর্বোপরি সকল কাগজ পত্রাদি আমি পুনরায় তদন্ত করে দেখবো।

এ বিষয়ে ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হেলাল উদ্দিন বলেন, এ বিষয়ে আমার ইউনিয়ন পরিষদে প্রায় ২০০ লোকের উপস্থিতিতে
একটি সালিশি বৈঠক অনুষ্ঠিত হয় এতে সালিশি বোর্ড এই সিদ্ধান্তে উপনীত হয় যে, শামীম তার সরকারি জায়গা থেকে অবৈধ স্থাপনাটি দ্রুত সরিয়ে ফেলবে কিন্তু আজ অব্দি পর্যন্ত তার স্থাপনাটি সরিয়ে নেওয়া হয়নি।

অত্র গ্রামের গ্রাম-প্রধান মেতালেব মন্ডল জানান, ধুকুরিয়া বেড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান হেলাল প্রামানিক এর উপস্থিতিতে উভয় পক্ষদয়ের মধ্যে আলোচলা হয় এতে সালিশি বোর্ডের সিদ্ধান্ত মোতাবেক সরকারি রাস্তা থেকে শামীম হোসেনেন স্থাপনাটি সরিয়ে নিতে বলা হয়। কিন্তুু দুঃখ জনক হলেও সত্য আজ অবদি পর্যন্ত শামীম তার স্থাপনাটি সরিয়ে নেন নি, তিনি আরও বলেন, স্থাপনাটি দ্রুত সরিয়ে নেয়া দরকার, কারন এই জায়গাটি ঝুকিপূর্ণ মাঝে মাঝেই দুর্ঘটনা ঘটে।

এ বিষয়ে,বাবর আলী মেম্বার জানান,বিষয়টা আমি অবগত আছি, বার বার তার অবৈধ স্থাপনাটি সরাতে বলা হলেও শামীম হোসেন কথার কোনো গুরুত্ব দিচ্ছেন না।

ঘটনাটির প্রেক্ষাপটে স্থাপনাটি সম্পর্কে শামীম হোসেনকে ফোন দিয়ে পাওয়া যায়নি।

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST