নিজস্ব প্রতিবেদক, দুর্গাপুর:
রাজশাহীর দুর্গাপুরে পুরাতন পল্লী বিদ্যুৎ অফিসের উত্তর পার্শ্বে অবস্থিত ধানসিঁড়ি বিডি সুপার শপ এর ফিতা কেটে সোমবার সন্ধ্যায় শুভ উদ্বোধন করেন ধানসিঁড়ি বিডির সত্ত্বাধিকারী রবিউল ইসলাম রবি শাহ্ ও সুপ্ত সরকার ।
ক্রেতাদের চাহিদা অনুযায়ী নিত্য প্রয়োজনীয় মানসম্মত ও গুনগত পন্য নিয়ে সাজানো হয়েছে ধানসিঁড়ি বিডি সুপার শপ। সুপার শপাটি আধুনিক সাজে সজ্জিত ও সময় উপযোগী পন্য নিয়ে প্রতিষ্ঠানটি চালু করা হয়েছে।
প্রতিষ্ঠানটির পরিচালক রবিউল ইসলাম রবি বলেন, আমরা সব সময় চেষ্টা করে যাবো কাস্টমার চাহিদা অনুযায়ি পন্য সরবরাহের। ব্যাবসার পাশাপাশি ক্রেতা সন্তুষ্টি আমাদের প্রধান লক্ষ্য। গুণগত মান ও দেশি,বিদেশি অরিজিনাল পন্য ধানসিঁড়ি সুপার শপের প্রধান পুজি।