মাসুদ রানা সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জ রায়গঞ্জ উপজেলায় আন্তঃজেলা ডাকাত দলের ৫ সদস্যকে আটক করেছে রায়গঞ্জ থানা পুলিশ। থানা সুত্রে যানাযায়,রবিবার ( ২৮ আগস্ট) দিবাগত রাত ১.৩০ মিনিটে উপজেলার চান্দাইকোনা ইউনিয়নে বল্লাভেঙ্গুর গ্রামে বট তলা তিন রাস্তার মোড় শিমলা এলাকা হতে রানীহাট গামী পাকা রাস্তার উপরে একটি ট্রাক সহ কয়েক জন ডাকাত দল ডাকাতি করার জন্য অস্ত্রসস্ত্র নিয়ে প্রস্তুতি গ্রহন করছিলো।এমন সময় গোপন সংবাদের ভিত্তিতে রায়গঞ্জ থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)রফিকুল ইসলাম ও ওসি তদন্ত তাৎক্ষণিক ভাবে সংঙ্গীয় অফিসার ফোর্সসহ ঘটনা স্থলে পৌছালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা দৌড়ে পালানোর চেস্টা কালে সঙ্গীয় অফিসার ফোর্সের সহায়তায় ৫ ডাকাত দলের সদস্যদের আটক করা হয়েছে ।আটককৃ ডাকাত সদস্য হলেন,
উপজেলার মোজাফফরপুর গ্রামের আব্দুল মজিদের ছেলে আব্দুল মমিন(২০)আবু তালেব আকন্দের ছেলে আশরাফুল আকন্দ(২৫) মৃত সিদ্দিকের ছেলে সাইদুল ইসলাম(২২) রেজাউল করিমের ছেলে নুর নবী শেখ(২০) ও টাঙ্গাইল সদর থানার বড় বেলতা গ্রামের হামিদ মন্ডলের ছেলে আবুল কালাম(৩২)।এ ঘটনায় পলাতক রয়েছে আরো বেশ কয়ে জন ।এসময় আটককৃত আন্তঃজেলা ডাকাত দলের সদস্যদের নিকট হতে ১ একটি কাঠের বাট যুক্ত লোহার তৈরি ধারালো হাসুয়া ২ একটি লোহার তৈরি ধারালো দা ৩ একটি কাঠের বাট যুক্ত লোহার তৈরি ধারালো দা ৪ তালা ভাঙার কাজে ব্যাবহিত একটি বড় লোহা ৫ একটি প্লাস্টিকের হাতল যুক্ত কাটার মেশিন ৬, ৫টি লোহার রড ৭ একটি ট্রাক যাহার রেজিষ্ট্রেশন নাম্বার ঢাকা মেট্রো -ন ২০/৬৩৩৯ যা আটকৃত ডাকাত দলের সদস্য আব্দুল মমিনের নিকট থেকে জব্দ করা হয়।এ বিষয়ে রায়গঞ্জ থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেন,ডাকাতি প্রস্তুতি কালে ৫ ডাকাত সদস্যসহ ডাকাতির জন্য ব্যাবহিত সকল সরঞ্জাম জব্দ করা হয়েছে। এ ঘটনায় রায়গঞ্জ থানায় ধৃত আসামীরাসহ পলাতক ও অজ্ঞাত নামা মামলা দায়ের করা হয়েছে বলে তিনি জানান।