1. : admin :
  2. cristinamcmaster6222@1secmail.com : renetrotter53 :
সংবাদকর্মী আবশ্যক - ডিবিসি জার্নাল২৪
শনিবার, ০৯ ডিসেম্বর ২০২৩, ০৩:০৫ অপরাহ্ন

N

সংবাদকর্মী আবশ্যক

  • আপডেট করা হয়েছে সোমবার, ৪ মে, ২০২০
  • ১২২৯ বার পড়া হয়েছে

নিত্য নতুন সকল সংবাদ আরও দ্রুততার সাথে জনমানুষের কাছে পৌঁছে দিতে আমরা সুযোগ দিতে চাই নির্ভীক, উদ্যমী এবং সাংবাদিকতা করতে ইচ্ছুক নবীনদের।

আর এ জন্যই চলার পথে নবীনদের সঙ্গী করতে রাজশাহী বিভাগের আট জেলা ও রাজশাহী জেলা/মহানগরীর সবকটি থানা/উপজেলা সহ সারাদেশে (কলেজ, বিশ্ববিদ্যালয়, জেলা ও উপজেলা) পর্যায়ে সংবাদকর্মী নিয়োগ চলছে।

প্রয়োজনীয় যোগ্যতাঃ

২. সাংবাদিকতা করার প্রবল মানসিক ইচ্ছা।

৩. পরিশ্রমী হতে হবে।

৪. অনুসন্ধানী মানসিকতা।

৫. কোনটি সংবাদ আর কোনটি সংবাদ নয় সে সম্পর্কে ধারণা।

৬. লেখালেখির যোগ্যতা।

৭. ভাষাগত দক্ষতা।

৮.শিক্ষাগত যোগ্যতাঃ
উপজেলা প্রতিনিধিঃ যেকোনো বিভাগের HSC পাস প্রার্থীরা আবেদন করতে পারবেন।

৯. বেতন ও কমিশন আলোচনা সাপেক্ষে।

জেলা প্রতিনিধিঃ যেকোনো বিষয় থেকে স্নাতক পাস বা সাধারন ডিগ্রী পাশ প্রার্থীরা আবেদন করতে পারবেন। সাংবাদিকতায় অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে।

আপনি যদি মনে করেন উপরের সকল যোগ্যতা আপনার আছে। তবে আর দেরি না করে আপনার CV/জীবন বৃত্তান্ত পাঠান আমাদের কাছে।
আমাাাদের ই-মেইল- dbcjournal@gmail.com

আবেদন করার পর অভিজ্ঞ নিয়োগ টিম দ্বারা যাচাই-বাচাই করে ফিরতি ই-মেইলের মাধ্যমে আমাদের dbcjournal24.com- এ সংবাদ প্রতিনিধি হিসাবে কাজ করা যাবে কি না তা নিশ্চিত করা হবে৷

আরো সংবাদ পড়ুন

Designed by: ATOZ IT HOST