দুর্গাপুর প্রতিনিধি : জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য ভাংচুরের প্রতিবাদে রাজশাহীর দুর্গাপুরে বিক্ষোভ মিছিল ও পথসভা করেছে ছাত্রলীগ। মোটরসাইকেল শোডাউন দিয়ে রোববার বিকেলে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মেডিকেল মোড়ে পথসভা করে ছাত্রলীগের নেতৃবৃন্দ।
এ সময় ছাত্রলীগ নেতাদের সাথে একাত্মতা ঘোষণা করে পথসভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আব্দুল কাদের মন্ডল, উপজেলা কৃষক লীগের সভাপতি রোকনুজ্জামান রোকন, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সদস্য আমিনুল হক টুলু, পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, সাধারণ সম্পাদক আবুল বাশার।
ছাত্রলীগ নেতাদের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতিকুর রহমান আতিক, পৌর ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান, সাধারণ সম্পাদক শিমুল ইসলাম, দেলুয়াবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম, ঝালুকা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি হেলাল উদ্দিন প্রমুখ।
এর আগে প্রায় দুই শতাধিক মোটরসাইকেল নিয়ে উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ছাত্রলীগের নেতারা।
কমেন্ট করুন