স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহী জেলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ও রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মুহাম্মদ নুরুজ্জামান লিটন বলেছেন, ‘রোজার মাধ্যমে মানুষের মনের পাশবিকতা দূর করে আত্মসংযমের চেষ্টা চালাতে হবে। যাতে করে খুন-ধর্ষণ, রাহাজানি-হানাহানি, চুরি-ডাকাতি সমাজ থেকে দূর করা সম্ভব হয়।’
নুরুজ্জামান লিটন আরও বলেন, ‘আসুন, পবিত্র মাহে রমজানের শিক্ষায় উদ্বুদ্ধ হয়ে যাবতীয় ভোগবিলাস, হিংসা-বিদ্বেষ, উচ্ছৃঙ্খলতা ও সংঘাত পরিহার করি এবং জীবনের সর্বস্তরে পরিমিতিবোধ, ধৈর্য ও সংযম প্রদর্শনের মাধ্যমে রমজানের পবিত্রতা রক্ষা করি। সিয়াম পালনের পাশাপাশি বেশি বেশি কুরআন তেলাওয়াত করি এবং ইবাদত-বন্দেগিতে মশগুল থাকি।’
মঙ্গলবার বিকালে দুর্গাপুর উপজেলার ৪নং দেলুয়াবাড়ি ইউনিয়ন জামায়াতে ইসলামীর আয়োজনে কর্মী ও সুধীদের সম্মানে বেড়া প্রাইমারী স্কুল (কারবালা) মাঠে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।
দেলুয়াবাড়ি ইউনিয়ন জামায়াতের ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও ইউনিয়ন জামায়াতের সভাপতি জিয়াউর রহমানের সভাপতিত্বে ইফতার মাহফিলে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা জামায়াতের আমীর মাস্টার সাইফুল ইসলাম, নায়েবে আমীর অধ্যাপক ফজলুল বারী সোহরাব, সেক্রেটারি মাস্টার শামীম উদ্দিন।
অন্যান্যদের মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন পৌর আমীর ও সাবেক ছাত্রনেতা নূর আলম, জয়নগর ইউনিয়ন জামায়াত সভাপতি এজাজুল হক, শ্রমিক নেতা হাজী আমজাদ হোসেন, বীর মুক্তিযোদ্ধা ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আনিছুর রহমান, জামায়াত নেতা মাওঃ জাহাঙ্গীর আলম, মাওলানা সাইফুল ইসলাম, সাবেক ছাত্রনেতা লোকমান আলী, ওয়ালিউর রহমান ও আব্দুল মান্নান প্রমুখ।