কুষ্টিয়া প্রতিনিধি
নিখোঁজের দুইদিন পর কুষ্টিয়ার ভেড়ামারা থেকে রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেনের (৩৬) বস্তাবন্দী অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকাল ১০টার দিকে ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলি থেকে তার অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়। নিহত লোকমান হোসেন বাগেরহাট জেলার সাইদুর রহমানের ছেলে। তিনি কুষ্টিয়া শহরের চৌড়হাস এলাকায় একটি বাড়িতে ভাড়ায় থাকতনে। লোকমান রং কোম্পানি রক্সি পেন্টের কুষ্টিয়া এরিয়া ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন এবং কুষ্টিয়া শহরের চৌরহাঁস মোড় এলাকায় বসবাস করতেন। ভেড়ামারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মজিবুর রহমান জানান, ১ আগষ্ট দুপুরে রক্সি পেইন্টের এরিয়া ম্যানেজার লোকমান হোসেন ভেড়ামারা শহর থেকে নিখোঁজ হন। কোথাও তাকে খুঁজে না পেয়ে সন্ধ্যার পর তার স্ত্রী জিনাত আরা টুম্পা থানায় একটি সাধারন ডায়েরি করলে তাকে উদ্ধারে সব ধরনের চেষ্টা করতে থাকে পুলিশ। আজ সকালে স্থানীয়রা ভেড়ামারা পাইলট হাইস্কুলের গলিতে বস্তাবন্দি মরদেহ দেখে থানায় খবর দিলে ভেড়ামারা থানা পুলিশ লোকমানের মরদেহ উদ্ধার করে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে বলেও জানান ওসি।