নিজস্ব প্রতিবেদক,দুর্গাপুরঃ
“শেখ হাসিনার দিন বদলে,সমাজসেবা এগিয়ে চলে”এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে ক্যান্সার, কিডনী,লিভার সিরোসিস, স্ট্রো, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৩ জন রোগীর হাতে সাড়ে ৬ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়েছে।
দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সোহেল রানা সভাপতিত্বে ও উপজেলা সমাজ সেবা অফিসার আ.ন.ম রাকিবুল ইউসুফ এর সঞ্চালনায় বুধবার বেলা ১২টার সময় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে উপজেলার পরিষদ সম্মেলন কক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দুর্গাপুর উপজেলায় ক্যান্সার, কিডনী, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইজড, জন্মগত হৃদরোগ এবং থ্যালাসেমিয়া রোগে আক্রান্ত ১৩ জন রোগীর প্রত্যেকের হাতে ৫০ হাজার টাকার চেক তুলে দেন রাজশাহী-৫ (দুর্গাপুর-পুঠিয়ার মাননীয় সংসদ সদস্য প্রফেসর ডাঃ মোঃ মনসুর রহমান।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্গাপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম,দুর্গাপুর পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র একরামুল হক, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আমিনুল হক (টুলু), নওপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন,পৌর যুবলীগের সভাপতি বেলাল হোসেন, পানানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাহার আলী, কিসমত গণকৈড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ,নওপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল আলম শফি মাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট,ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার আলীসহ উপজেলার আঃলীগের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।