ডিবিসি জার্নাল২৪.কম নিজস্ব প্রতিবেদক: দুর্গাপুর দুর্গাপুরে মুজিববর্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তঃ ইউনিয়ন কাবাডি প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত। ২৬ মার্চ শুক্রবার উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর চত্বরে মুজিববর্ষে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আন্তঃ ইউনিয়ন কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ফাইনাল খেলায় অংশগ্রহণ করে ঝালুকা ইউনিয়ন বনাম দেলুয়াবাড়ী ইউনিয়ন। খেলায় বিজয়ী হয় ঝালুকা ইউনিয়ন। খেলা শেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নিবার্হী কর্মকর্তা মহসীন মৃধার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীরমুক্তিযোদ্ধা নজরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আব্দুল মোতালেব মোল্লা, দুর্গাপুর থানা অফিসার ইনচার্জ হাশমত আলী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক আবু আরিফ রুবেল, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আলমগীর হোসেন প্রমূখ। অতিথিরা বিজয়ী ও রানার্সআপ দলের মধ্যে ট্রফি ও মেডেল প্রদান করেন।