স্টাফ রিপোর্টার, দুর্গাপুর: রাজশাহীর দুর্গাপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বি প্রার্থী শরিফুজ্জামান শরিফের মোটরসাইকেল প্রতীকে ভোট চেয়ে ও সাধারণ মানুষের সাথে গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার।
গত কয়েকদিন থেকে আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার উপজেলার নওপাড়া ইউনিয়ন, মাড়িয়া ইউনিয়ন ও ঝালুকা ইউনিয়নের পথে প্রান্তরে হেঁটে হেঁটে সাধারণ মানুষের সাথে গণসংযোগ করছেন এবং মোটরসাইকেল প্রতীকে ভোট চাচ্ছেন। দিনভর গণসংযোগ করতে গিয়ে কখনো কখনো সাধারণ ভোটারদের উদ্বুদ্ধ করতে নিজেই স্লোগান দিচ্ছেন।
গণসংযোগকালে ডাবলু সরকার বলেন, দুর্গাপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রভাষক শরিফুজ্জামান শরিফ উপজেলা পরিষদের চেয়ারম্যান পদে নির্বাচন করছেন। আপনাদের এলাকার উন্নয়নে মাদক, জঙ্গিবাদ ও সন্ত্রাসমুক্ত উপজেলা গড়তে তারুণ্যের অহংকার শরিফুজ্জামান শরিফকে ভোট দিয়ে বিজয়ী করবেন।
তিনি আরও বলেন, অনেককেই এতোদিন দেখেছেন। একবার শরিফুজ্জামানকে সুযোগ দিন। নিশ্চয় আপনারা আপনারা আপনাদের মূল্যবান রায় দিতে ভুল করবেন না। শরিফুজ্জামান চেয়ারম্যান নির্বাচিত হলে আপনাদেরকেউ মূল্যায়ন করবেন বলে আমি আশাবাদী।
এদিকে পৃথক স্থানে গণসংযোগের সময় উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের প্রার্থী শরিফুজ্জামান শরিফ ছাড়াও আওয়ামী লীগ নেতা ডাবলু সরকারের সাথে উপস্থিত ছিলেন নওপাড়া ইউপি চেয়ারম্যান শফিকুল আলম শফি, মাড়িয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম সম্রাট ও ঝালুকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আকতার আলী সহ আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।