দুর্গাপুর প্রতিনিধি: অসুস্থ এক নারীকে রক্ত দিয়ে প্রশংসায় ভাসছেন দুর্গাপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান।
অসুস্থ ওই নারীর নাম গোলেজান বেগম। তিনি উপজেলার শ্রীধরপুর গ্রামের বাসিন্দা। রাজশাহী মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসাধীন আছেন ওই নারী।
উপজেলা ছাত্রলীগের সভাপতি শাকিল খান বলেন, এক পরিচিতজনের মাধ্যমে খবর পেয়ে বৃহস্পতিবার দুপুরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন ওই নারীকে রক্ত দেয়ার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী রক্তদান করেন।
এদিকে, ছাত্রলীগের সভাপতি শাকিল খানের এমন মহতি উদ্যোগে ও মানবপ্রেমের কারণে প্রশংসায় ভাসছেন তিনি। মানুষের কল্যাণে জনকল্যাণমুখী কাজ অব্যাহত রাখার জন্য ছাত্রলীগ নেতার প্রতি আহ্বান জানান সমাজের সূধীজনরা।