
নিজস্ব প্রতিবেদক : আরাফাত রহমান কোকো স্মৃতি ক্রীড়া ফাউন্ডেশনের রাজশাহী জেলা পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় নির্বাহী কমিটির অনুমোদনে সোমবার (২১ অক্টোবর) এ কমিটি গঠনের বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানানো হয়।
ঘোষিত কমিটিতে আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. সাইদুর রহমান এবং সদস্য সচিব হয়েছেন মো. সাজ্জাদ আলী আসিফ। এ ছাড়া সিনিয়র যুগ্ম আহ্বায়কসহ মোট ৪১ সদস্যের একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে।
কেন্দ্রীয় কার্যালয় থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে বলা হয়, মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী এই সংগঠন ক্রীড়া ও সংস্কৃতির মাধ্যমে তরুণ প্রজন্মকে মানবিক ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার লক্ষ্য নিয়ে কাজ করছে।
‘মাদক নয়, নিজের স্বাস্থ্যই মূল্যবান’—এই স্লোগানকে সামনে রেখে ফাউন্ডেশনটি সারাদেশে বিভিন্ন সামাজিক ও ক্রীড়া কার্যক্রম পরিচালনা করছে।
রাজশাহী জেলা কমিটি গঠনের মাধ্যমে উত্তরাঞ্চলে সংগঠনটির কার্যক্রম আরও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন কেন্দ্রীয় নেতারা।