মোহনপুর প্রতিনিধি:মোহনপুর থানার ইনচার্জ (ওসি) মোস্তাক আহম্মেদকে বিদায় সংবর্ধনা জানানো হয়েছে। আজ মঙ্গলবার বিকেলে উপজেলা প্রশাসনে এর আয়োজন করে।
উপজেলা নির্বাহী অফিসার সানওয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মেহেবুব হাসান রাসেল, মহিলা ভাইস চেয়ারম্যান সানজিদা রহমান রিক্তা, সহকারী কমিশনার (ভূমি) জাহিদ বিন কাশেম,বিদায়ী (ওসি) মোস্তাক আহম্মেদ, উপজেলা কৃষি অফিসার রহিমা খাতুন, সিনিয়র মৎস্য কর্মকর্তা আবুল কালাম আজাদ, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম,জনতা ব্যাংকের ম্যানেজার মিনহাজ,রাজশাহী পল্লী বিদ্যুৎ সমিতির মোহনপুর জোনের এজি.এম রেজাউল করিম প্রমুখ।
উল্লেখ্য, বিদায়ী ওসি মোস্তাক আহম্মেদ ২০১৯ সালের মে মাসের ২৮ তারিখে মোহনপুর থানায় (ওসি) হিসেবে যোগদান করেন । মোহনপুর থানার (ওসি) মোস্তাক আহম্মেদ কে বদলিজনিত কারণে বিদায় সংবর্ধনা প্রদান করা হয়েছে। আগামী ২১-১১-২০২০ ইং নভেম্বর শনিবার তিনি বাগমারা থানায় (ওসি) হিসেবে যোগদান করবেন।
কমেন্ট করুন