বাঘা প্রতিনিধি
রাজশাহীর বাঘায় বিদেশী পিস্তল ও ওয়ান শুটারগানসহ আমজাদ আলী নামের এক অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৫। বুধবার (১০ আগষ্ট) রাত সাড়ে ৯টায় মনিগ্রাম ইউনিয়নের দেবত্তর বিনোদপুর এলাকা থেকে তাকে আটক করা হয়েছে। আটক আমজাদ আলী পুঠিয়া উপজেলার রঘুরামপুর গ্রামের মৃত আঞ্জুর ছেলে।
র্যাব-৫ এর এক প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, গোপনা তথ্যের ভিত্তিতে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অপারেশন দল বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়নের দেবত্তর বিনোদপুর পল্লীবিদ্যুৎ মোড় সংলগ্ন এলাকায় একজন অবৈধ ব্যবসায়ী অস্ত্রসহ অবস্থান করছে। এই সাংবাদে ভিত্তিতে ঘটনাস্থলে পৌছা মাত্র র্যাবের উপস্থিতি টের পেয়ে আমজাদ আলী (৩১) পালানোর চেষ্টাকালে ঘটনাস্থলে তাকে আটক করা হয়। এ সময় তার কাছে থেকে একটি বিদেশী পিস্তল, একটি ওয়ান শুটারগান, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, একটি মোবাইল, দুট সীমকার্ড-নগদ ৫ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেন বাঘা থানার ওসি সাজ্জাদ হোসেন।