বাঘা(রাজশাহী) প্রতিনিধিঃ রাজশাহীর বাঘায় মঙ্গলবার রাত সোয়া আটটায় উপজেলার বাউসা ইউনিয়নের চকবাজার গ্রামের রাজার মোড়ে ঝড়ে উপড়ানো বটগাছের নিচে পড়ে তিনজন মারা গেছে। নিহতরা হলেন জালাল উদ্দিন (৪০), পিতা মুরাদ , জাকিরুল(৩০) পিতা রিয়াজ,সেন্টু(৪০) হাসেন। আহতরা হলেন তাহেরের ছেলে মুকুল, সুকামের ছেলে রুবেল, হারানের ছেলে শাহারুল, জান মোহাম্মদের ছেলে আজগর। এদের সকলের বাড়ি চক বাউসা গ্রামে। স্থানীয় ও প্রত্যক্ষদর্শী এসারুল্লাহ জানান মঙ্গলবার রাতে বৃষ্টির সাথে ঝড় শুরু হয়, এ সময় বটগাছ উপরে পড়লে তারা নিচে পড়ে যায়। নিহতের মধ্যে একজন ব্যবসায়ী ও স্থানীয় কয়েকজন দোকানে বসে ছিলেন।