বাঘা (রাজশাহী) প্রতিনিধিঃরাজশাহীর বাঘায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো(বিবিএস) এর আওতাধীন অর্থনৈতিক শুমারী-২০২৩ প্রকল্পের লিস্টিং কার্যক্রমে নিয়োজিত লিস্টারদের তিন দিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। বাঘা উপজেলা পরিসংখ্যান এর আযোজন করে।
শুক্রবার ২৮ শে জুন প্রথম দিন উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়। সকাল ৯টা বিকেল ৫টা পর্যন্ত এই কর্মশালা চলবে আরো ২দিন। পাকুড়িয়া,মনিগ্রাম ইউনিয়ন পরিষদ ও বাঘা পৌরসভার গননাকারি ও আইটি সুপারভাইজার অংশ গ্রহন করেন। জোনাল অফিসার মোঃ কনক আলী ,জোনাল অফিসার-১ নিরদ কুমার তাদের প্রশিক্ষন দেন। নিরদ কুমার জানান, এতে মোট ৪৭ জন অংশ গ্রহন করেন। এর মধ্যে ২জন আইটি সুপারভাইজার, ৪৫ জন লিস্টার ছিল। এ সময় মনিগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন।