নিজস্ব প্রতিবেদক: বাঘায় অগ্নিকান্ডে ৪টি ঘর পুড়ে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে। বাঘা পৌরসভার ১নম্বর ওয়ার্ডের বলিহার গ্রামের প্রবির কুমার লাহিড়ির বাড়িতে বুধবার (১০ মে) অগ্নিকান্ডের ঘটনা ঘটে। পরে স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রনে নেয়।
প্রবির কুমার লাহিড়ি জানান,অগ্নিকান্ডে ২টি শয়ন কক্ষ,১টি রান্না ঘর ও ১টি গোয়াল পুড়ে গেছে। সবমিলে আনুমানিক ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে।
পাশের বাড়ির রাজ বিহারি মন্ডল জানান, স্থানীয়রা ও ফায়ার সার্ভিসের লোকজন আগুন নিয়ন্ত্রন করতে না পারলে আমার বাড়িও বাচানো মুসকিল হয়ে যেত। কিভাবে আগুন লাগলো তা জানা যায়নি। পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর কামাল হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করে বিষয়টি মেয়রকে অবগত করা হয়েছে।
বাঘা পৌর মেয়র আক্কাছ আলী বলেন, বিশেষ কাজে ঢাকায় থাকার কারণে সংশ্লিষ্ট ওয়ার্ড কাউন্সিলর বিষয়টি আমাকে জানিয়েছেন। পৌরসভার পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ পরিবারকে সহায়তা দেওয়া হবে। বাঘা থানার ওসি খায়রুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে জিডি করেছেন ক্ষতিগ্রস্ত প্রবির কুমার লাহিড়ি। উপজেলা নির্বাহি অফিসার শারমিন আখতার বলেন, বিষয়টি জেলা প্রশাসকের সাথে আলোচনা করে ব্যবস্থা নিবেন।