নিউজ ডেস্ক: সাম্প্রতিক সময়ে বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্রের ভোল বদল এবং নয়া ভিসানীতি প্রণয়ণের পর বিগত কয়েক বছর যাবৎ বিএনপির যে লাফঝাঁপ দেখা গিয়েছিল, সব বন্ধ হয়ে গেছে।
এতদিন তাদের যে পরিকল্পনা ছিল সরকারকে চাপে ফেলে নিজেদের খেয়াল খুশিমত নির্বাচনে বাধ্য করার, সেই পরিকল্পনা মার্কিনিদের শর্তেই বাতিল করতে হচ্ছে এখন বিএনপিকে। দেশের প্রচলিত আইন ও সংবিধানকে সমুন্নত রেখে নির্বাচন প্রত্যাশা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, যা তারা স্পষ্টই বলেছে।
এছাড়াও নির্বাচন বানচালে কিংবা নির্বাচনকে কেন্দ্র করে যদি সহিংসতা ঘটানোর চেষ্টা করে কেউ, মার্কিন প্রশাসন তাদেরকে সেদেশে প্রবেশের সুযোগ দেবে না। আর মার্কিনিরা যে নীতি প্রণয়ন করে, ইউরোপ এবং আমেরিকার বিভিন্ন দেশ তাদের মত একই নীতি অনুসরণ করবে।
তাই বলাই বাহুল্য বিএনপি এখন প্রচুর চাপে রয়েছে। পাশাপাশি তাদেরকে এখন নির্বাচন নিয়ে ভাবতে হচ্ছে নতুন করে। কারণ মার্কিন প্রশাসন ইতিমধ্যে জানিয়ে দিয়েছে, কোনো দল নির্বাচনে এলো কি না- এ নিয়ে তাদের কোনো মাথাব্যথা থাকবে না।