পুঠিয়া সংবাদদাতা: রাজশাহীর পুঠিয়ার শিবপুর মহাসড়কের পাশ থেকে অজ্ঞাত এক মহিলার মৃতদেহ উদ্ধার করা হয়েছে। নিহত ওই মহিলার নাম ঠিকানা কিছুই জানা যায়নি ।
পবা হাইওয়ে পুলিশ ফাড়ির ইনচার্জ কাজল কুমার নন্দী জানান, রোববার সকাল সাড়ে ৭ টার দিকে এক অজ্ঞাত মহিলার লাশ উদ্ধার করা হয়েছে।
তিনি আরো জানান, শনিবার রাতে তারাবির নামাজের পরে শিবপুর বাজারে একটি দোকান থেকে ওই মহিলা একটি সিগারেট কিনে নিয়ে যায়। যাওয়ার পর রাতের যে কোন সময় ট্রাকের ধাক্কায় রাস্তার ধারে পরে ছিল। পরে থাকা অবস্থায় সকালে লাশ দেখতে পেয়ে স্থানীয়রা খবর দেয়।
খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশ উদ্ধার করে পুলিশ। লাশ ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে সেই সাথে এখনো তার পরিচয়ও মেলেনি বলে জানান কর্মকর্তা।