নিজস্ব প্রতিবেদক :
পুত্র সন্তানের মা হয়েছে জনপ্রিয় চিত্র নায়িকা পরীমণি, আর বাবা হয়েছেন নায়ক শরিফু রাজ। বুধবার (১০) আগস্ট ৬ টা ৪০ মিনিটে রাজধানীর একটি হাসপাতালে তাদের পুত্র সন্তান হয়েছে। সন্তান ভূমিষ্ট হওয়ার খবর ও পরীমণি রাজের বিভিন্ন খবর ও ছবি গণমাধ্যম গুলোতে ছবি প্রকাশ হতে থাকে তবে সদ্য ভূমিষ্ট তাদের সন্তানের কোন ছবি প্রকাশ হতে দেখা যায়নি।
এনিয়ে দেশের কৌতুহল জনতার ছবি দেখার আগ্রহ ছিলো। তবে সেই প্রতিক্ষার অবসান ঘটিতে অবশেষে চিত্র নায়িকা পরীমণি তার ফেসবুক আইডি থেকে তার সন্তানের ছবি ও নাম প্রকাশ করেছেন। বৃহস্পতিবার সকাল ১০ টার দিকে চিত্র নায়িকা পরীমণি নিজের ভূমিষ্ট সন্তানের ছবি বুকে নিয়ে প্রকাশ করে লিখেন
শাহীম মুহাম্মদ রাজ্য।
তুমি পৃথিবীর জন্যে আলোর বাহক হও
অভিনন্দন তোমাকে, আমাদের রাজপু্ত্র।
উল্লেখ্য, গত বছরের ১৭ অক্টোবর গোপনে বিয়ে করেন পরীমণি ও শরিফুল রাজ। তবে খবরটি প্রকাশ্যে এনেছেন এ বছরের ১০ জানুয়ারি। একইদিন ঘোষণা করেন, সন্তান আসছে তাদের ঘরে। এরপর ২২ জানুয়ারি পারিবারিক আয়োজনে বিয়ে সারেন তারা। এবার তাদের ঘর আলোকিত করে এল প্রথম সন্তান।