একেএম বজলুর রহমান, পঞ্চগড় প্রতিনিধি: ‘মুজিববর্ষে শপথ করি, প্লাষ্টিক দূষণ রোধ করি’- এ প্রতিপাদ্য নিয়ে পঞ্চগড়ে বিশ্ব ভোক্তা অধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার ১৫ মার্চ দুপুরে পঞ্চগড়ের জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক আজাদ জাহান। সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিষ্টেট ডঃ সাবিনা ইয়াসমিন। অনুষ্ঠানের শুরুতেই স্বাগত বক্তব্য দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক পরেশ চন্দ্র বর্মন। এসময় অন্যদের মধ্যে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার ( সদর সার্কেল) আলমগীর রহমান, পঞ্চগড় পৌর মেয়র ও জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাকিয়া খাতুন, পঞ্চগড় সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আমিরুল ইসলাম, পঞ্চগড় চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি শরীফ।