গোলাম গাউস, নাটোর প্রতিনিধি
২০০৫ সালে ১৭ই আগস্ট দেশব্যাপী সিরিজ বোমা হামলা ও মৌলবাদের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে নাটোর জেলা আওয়ামী লীগ। আজ বুধবার বেলা ১১ টার দিকে জেলা আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয় থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কানাইখালি পুরাতন ঢাকা বাসস্ট্যান্ড প্রেসক্লাবের সামনে এক সমাবেশে অনুষ্ঠিত হয়। এ সময় সমাবেশ প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যাপক আব্দুল কুদ্দুস এমপি। বিশেষ অতিথির বক্তব্য রাখেন নাটোর-নওগাঁ সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য রত্না আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শরিফুল ইসলাম রমজান, নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি সাবেক জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আহাদ আলী সরকার, সাবেক জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ মোর্তুজা আলী বাবলু, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন বিপ্লব , জেলা ছাত্রলীগের সভাপতি ফরহাদ বিন আজিজ ও সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শাহীন সহ জেলা আওয়ামীলীগের সাবেক নেতৃবৃন্দ যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা আওয়ামী লীগ এবং বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গণ উপস্থিত ছিলেন ।