দুর্গাপুর প্রতিনিধি : ‘ভূমি সেবা ডিজিটাল, বদলে যাচ্ছে দিনকাল’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর দুর্গাপুরে অনলাইনে ডিজিটাল ভূমি উন্নয়ন কর আদায়ে ভূমি সেবা সপ্তাহের শুভ উদ্বোধন করা হয়েছে।
রোববার দুর্গাপুর উপজেলা ভূমি অফিসের আয়োজনে ৬ জুন হতে ১০ জুন পর্যন্ত অনলাইনে ভূমি উন্নয়ন কর আদায়ের শুভ উদ্বোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম।
এ সময় অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মহসীন মৃধা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শুভ দেবনাথ, উপজেলা ভাইস চেয়ারম্যান বানেছা বেগম, আব্দুল মোতালেব আলী মোল্লা।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা ভূমি অফিসের নাজির মনিরুল ইসলাম, সার্ভেয়ার রণজিত কুমার, উপ-সহকারী ভূমি কর্মকর্তা আব্দুল ওয়াহেদ, মঞ্জুরুল ইসলাম, এজাজুল হক, প্রনব কুমার সহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।