ডিবিসি জার্নাল২৪.কম নিজস্ব প্রতিবেদক, মধুপুর টাঙ্গাইলঃ টাঙ্গাইলের মধুপুর উপজেলার গারো বাজার নামক স্থানে অবৈধ ভাবে স্টার গ্রুপের চ্যানেল পরিবেশন করার জন্য রবিবার বিকেলে জে,বি ক্যাবল নেটওয়ার্ক,গারোবাজার মধুপুরকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ১ মাসের জেল প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) এম.এ. করিম। মধুপুরের গারোবাজারস্থ জে,বি ক্যাবল নেটওয়ার্ক দীর্ঘদিন যাবত পাইরেসির মাধ্যমে স্টার সিরিজের চ্যানেল অবৈধভাবে ডিশ কন্ট্রোল করে ব্যবসা চালিয়ে যাচ্ছিলেন। এ সময় সমস্ত পাইরেসি বক্স জব্দ করা সহ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। মোবাইল কোর্ড পরিচালনার সময় আরও উপস্থিত ছিলেন স্টার গ্রুপের ডিস্টিভিউটার সহ স্থানীয় পুলিশ প্রশাসন।