নাটোর প্রতিনিধি।
জাতীয় শোক দিবস ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর ৪৭তম শাহাদত বার্ষিকী উপলক্ষে নাটোরে সাংসদ শিমুল এর বাসভবনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে দলীয় ও জাতীয় ও কালো পতাকা অর্ধনমিত করন , বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, এক মিনিট নিরবতা পালন করা হয় । পরে সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল এর বাসভবন থেকে এক শোক রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কানাইখালী পুরাতন ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় প্রেসক্লাবের সামনে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভিডিও কনফারেন্স এর মাধ্যমে নাটোর-২ (সদর ও নলডাঙ্গা) আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল । এসময় উপস্থিত ছিলেন থেকে বক্তব্য রাখেন সাবেক জেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুল ইসলাম, সাবেক জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক দিলীপ কুমার দাস, উপদপ্তর সম্পাদক আকরামুল ইসলাম, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি বাশিরুল ইসলাম খান চৌধুরী এহিয়া, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল সাকিব বাকি, নাটোর পৌর যুবলীগ নেতা আব্দুর রাজ্জাক ডাবলু, আলমগীর হোসেন , সাবেক কাউন্সিলর মোস্তারুল ইসলাম আলম, নলডাঙ্গা উপজেলা আওয়ামী লীগের নেতা রইস উদ্দিন রুবেল, পিয়াস, লিটন, সাবেক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রিয়াজুল ইসলাম মাসুম, সদর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রুবেল, বঙ্গবন্ধু সৈনিক লীগের নাটোর জেলার সভাপতি আমিরুল ইসলাম জনি,মহিলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে হতদরিদ্রদের মাঝে উন্নত মানের খাবার বিতরণ। ৭৫ ১৫ ই আগস্ট এ বঙ্গবন্ধু সহ তার পরিবারের নিহত সকল শহীদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়।