নিউজ ডেস্ক: গত ১৫ বছর পর বিএনপির পরিবর্তন একটি ‘ঈদের পরে আন্দোলন’ এর বদলে এখন বলে, ‘যে কোন সময় আন্দোলন’
ফেসবুক থেকে শুরু করে বন্ধুদের আড্ডা–সব জায়গায় একসময় তুমুল ব্যবহৃত বাক্য ছিল ‘ঈদের পরে আন্দোলন’। বিএনপি নেতারা সরকার পতনের আল্টিমেটাম দিতে গিয়ে এই বাক্যটি একসময় বিভিন্ন বক্তব্যে নিয়মিত বলতেন।
এরপর অনেক ঈদ গেলেও বিএনপির সেই আন্দোলনের দেখা পাওয়া যায়নি। ফলে একসময় বিএনপির নেতাদের আল্টিমেটাম হিসেবে ব্যবহৃত এই বাক্য জনগণের কাছে হাসির খোরাকে পরিণত হয়। জনগণের কাছে হাসির পাত্রে পরিণত হওয়ার পর বিএনপি নেতারা এই বহুল আলোচিত বাক্যটি ইদানীং আর ব্যবহার করেন না।
এখন নতুন করে আরেকটি কথা বলা শুরু করেছেন বিএনপির নেতারা। গত কয়েক মাস ধরে প্রায় সভা-সমাবেশে বিএনপির নেতারা কর্মীদের উদ্দেশ্যে বলছেন, আপনারা প্রস্তুত থাকুন, যে কোনো সময় আন্দোলনের ডাক আসবে। কিন্তু সেই সময় কবে সেটি নির্দিষ্ট করে কেউ বলছেন না।
বিএনপির এক সিনিয়র নেতা নাম না প্রকাশ করার শর্তে বলেন,, আমরা এক সময় রাজনৈতিক কৌশল হিসেবে ঈদের পরে আন্দোলনের কথা বলতাম। স্লোগানটাও পুরনো হয়ে যাওয়ায় অনেকেই পরিবর্তনের কথা বলছিলেন। তাই কর্মীদের সবসময় প্রস্তুত রাখতে আমরা আন্দোলনের কৌশল হিসেব নতুন স্লোগান ঠিক করেছি।