স্টাফ রিপোর্টার: রাজশাহী জেলা জামায়াতে ইসলামীর (পূর্ব) এসিস্টেন্ট সেক্রেটারি মু. নুরুজ্জামান লিটন বলেছেন, হাজারো রক্তের বিনিময়ে আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। আমরা আর পেছনের ঘুঁণে ধরা বাংলাদেশে ফিরে যেতে চাই না। আমরা সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ চাই।
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, তোমাদেরকে এই সংস্কারে অংশ নিতে হবে, নতুন বাংলাদেশ গড়তে ভূমিকা পালন করতে হবে। যে জীবনে তোমরা ঢুকছো, তা অত্যন্ত দায়িত্বপূর্ণ। সেই দায়িত্ব পালন করতে হলে নিজেকে নিজে নিয়ন্ত্রণ করতে হবে। আরেকটি জিনিস, তুমি যদি তোমার লক্ষ্য অর্জন করতে চাও তাহলে তোমার প্রতিশ্রুতি থাকতে হবে।
শুক্রবার দুপুরে রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাওকান্দি বাজারে অরবিট কোচিং সেন্টার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি এ কথা বলেন।
এসএসসি পরীক্ষার্থীদের স্বপ্ন পূরন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে অরবিট কোচিং সেন্টার উদ্বোধন শেষে প্রস্তুতি ক্লাস চালু করা হয়েছে। সেই সাথে প্রতিষ্ঠানটি সফলতার ২৪ বছর পেরিয়ে ২৫ বছরের পদার্পণের দিনটিকে উৎসব মুখর পরিবেশে উদযাপন করা হয়েছে।
অনুষ্ঠানে অরবিট কোচিং সেন্টারের পরিচালক প্রভাষক আলাউদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন জয়নগর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব গোলাম মোর্শেদ শিবলী, জামায়াতে ইসলামী জয়নগর ইউনিয়ন শাখার সভাপতি এজাজুল হক, দাওকান্দি শাখার সভাপতি মোকারাম হোসেন, জয়নগর ইউনিয়ন কৃষকদলের সভাপতি জয়নাল আবেদীন, কানপাড়া উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাহাঙ্গীর হোসেন, শিক্ষক মোখলেছুর রহমান প্রমুখ।
অনুষ্ঠানে অরবিট কোচিং সেন্টার ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে আসা শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে শিক্ষার্থীদের মাঝে কুইজ প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ করা হয়।