নিজস্ব প্রতিবেদক: শোকাবহ আগস্টের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে রাজশাহী-৫ (পুঠিয়া-দুর্গাপুর) আসনের সংসদ সদস্য এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. মো. মনসুর রহমান বলেন, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন খুব নিকটে। তাই শোকের এই মাসে শোককে শক্তিতে পরিণত করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় সুনিশ্চিত করতে আমাদের সবাইকে কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করতে হবে।
তবেই দেশরত্ন জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ আবারও সরকার গঠণ করতে পারবে। ফলে দেশের উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত থাকবে। এ কারনে আগামীতে আওয়ামী লীগ সরকারের কোনো বিকল্প নেই।
সভায় উপস্থিত নেতাকর্মীদের একাংশ।
রোববার বিকেলে পুঠিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে ১৫ আগস্ট জাতীয় শোক দিবসের মাসব্যাপী কর্মসূচী পালনের উদ্দেশ্যে আয়োজিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ কথা বলেন, সাংসদ প্রফেসর ডা. মনসুর রহমান।
উপজেলা আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলামের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা আওয়ামী লীগের শ্রম বিষয়ক সম্পাদক সেলিম রেজা, ভালুকগাছী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জিল্লুর রহমান সহ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী বৃন্দ।
সভা সঞ্চালনা করেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খ ম শাহরিয়ার রহিম কনক।