গোলাম গাউস, নাটোর প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়ম সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশন মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন বলেছেন “ ভারত, ইংল্যান্ড সহ বিশে^র উন্নত দেশগুলোতে যেভাবে ক্ষমতাশীন সরকার বহাল থেকে নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হয়, আগামী জাতীয় সংসদ নির্বাচন সেভাবেই শেখ হাসিনা ক্ষমতায় রেখেই নির্বাচন হবে। নির্বাচন কারো জন্য থেমে থাকবে না। আগামী নির্বাচনে শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগ বিজয়ী হবে ইনশাল্লাহ।” তিনি আজ বৃহস্পতিবার বিকেলে শহরের কানাইখালী পুরাতন বাসস্ট্যান্ডে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস ও ২১ আগস্ট বর্বরোচিত গ্রেনেড হামলার শহীদদের স্মরণে নাটোর জেলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত এক বিশাল শোক সমাবেশে এ সব কথা বলেন। জেলা আওয়ামী লীগ সভাপতি ও নাটোর-৪ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুসের সভাপতিত্বে ও নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজানের সঞ্চালনায় শোক সমাবেশে অন্যান্যেও মধ্যে বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রতœা আহমেদ, সাবেক প্রতিমন্ত্রী আহাদ আলী সরকার, সাবেক সংসদ সদস্য আবুল কালাম আজাদ, জেলা পরিষদ প্রশাসক এড. সাজেদুর রহমান খান, পৌর মেয়র উমা চৌধুরী জলি, আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম, সৈয়দ মোর্ত্তজা আলী বাবলু, এডভোকেট মালেক শেখ, পৌর আওয়ামী লীগের সভাপতি সৈয়দ মোস্তাক আলী মুকুল, কেন্দ্রীয় যুবমহিলা লীগের সহ-সভাপতি এডভোকেট কোহেলী কুদ্দুস মুক্তি সহ স্থানীয় আওয়ামী লীগে বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।