ভ্রাম্যমান প্রতিনিধিঃ বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারন সম্পাদক লেখক ভট্টাচার্যের নির্দেশে এবং রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পিংকু কুমার সাহার উদ্যোগে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যৈষ্ঠ পুত্র বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন উপলক্ষে পবা উপজেলাধীন বায়া শিশু সদনে এতিম বাচ্চাদের মাঝে খাবার বিতরন করা হয়। খাবার বিতরণ শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারে জন্য দোয়া করা হয়।
এই সময় উপস্থিত ছিলেন রাজাশাহী জেলা সেচ্ছাসেবক লীগের সিনিয়র সহ সভাপতি আ: রশিদ, নওহাটা পৌর ছাত্রলীগ সভাপতি তানভীর রহমান, সাধারন সম্পাদক শাহরিয়ার রুমেল, মোহনপুর উপজেলা ছাত্রলীগের যুগ্ন সম্পাদক পলাশ, ছাত্রলীগ নেতা হাফিজ, সবুজ, জাহিদ, রায়হান, নয়ন, সুজন।
রাজশাহী জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক পিংকু কুমার সাহা জানান, শেখ কামালের সাদাসিধে জীবনে দেশকে গড়ে তোলা, দেশের মানুষের পাশে থাকা, শিক্ষা প্রতিষ্ঠান বা সাংস্কৃতিক অঙ্গন বা ক্রীড়া অঙ্গন-এইসব কিছুর উন্নতি করা, এটাই ছিল তার কাছে সব থেকে বড় কথা।