নিজস্ব প্রতিবেদকঃ
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহচর জাতীয় চার নেতার অন্যতম শহীদ এ. এইচ.এম. কামারুজ্জামান হেনার ৯৯তম জন্মদিনে রাজশাহী জেলা ছাত্রলীগের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়েছে।
২৬জুন রোববার শহীদ এ. এইচ.এম. কামারুজ্জামান হেনার ৯৯তম জন্মদিন উপলক্ষে রাজশাহী জেলা ছাত্রলীগের সভাপতি সাকিবুল ইসলাম রানা ও সাধারণ সম্পাদক জাকির হোসেনের নেতৃত্বে রাজশাহী জেলা ছাত্রলীগ নেতৃবৃন্দ শহীদ এ. এইচ.এম. কামারুজ্জামান হেনার মাজারে শ্রদ্ধা নিবেদন শেষে বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে কবর দোয়া অনুষ্ঠিত হয়। শ্রদ্ধা নিবেদন কালে উপস্থিত ছিলেন রাজশাহী আওয়ামী লীগের সদস্য ডা. আনিকা ফারিহা জামান অর্ণা। উপস্থিত ছিলেন জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শুভ, যুগ্ম-সাধারন সম্পাদক হাসিবুল হাসান শান্ত, যুগ্ম সাধারন সম্পাদক সামিউল ইসলাম, যুগ্ম-সাধারন এস,এম,আল-মুহিত, সাংগঠনিক সম্পাদক ফারজানা মুস্তারী তৃষা সহ জেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ।