নাটোর প্রতিনিধি
নাটোরের সিংড়ায় রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।
শনিবার (১৩ই আগষ্ট) বিকাল ৪ টায় কয়াপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় শোক দিবস উপলক্ষে দোআ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইদ্রিস আলীর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের মাননীয় প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ ওহিদুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র জান্নাতুন ফেরদৌস, সাবেক সহসভাপতি ওয়াদুদ মোল্লা, উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, মহিলা ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক রুহুল আমিন,রামানন্দ খাজুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাকির হোসেন প্রমূখ।
সঞ্চালনা করেন রামানন্দ খাজুরা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকবুল হোসেন।