নিজস্ব প্রতিবেদক :
রাজশাহী মহানগরীতে ৬১ বোতল ফেন্সিডিল-সহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেফতারকৃত আসামি মো: শাহীনুর ইসলাম রাজা (২৮)। সে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানার কোর্ট রাজপাড়ার মো: আবুল কালাম আজাদের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়, গত (১৬ আগস্ট দিবাগত রাত) ১৭ আগস্ট ২০২২ রাত সোয়া ১২টায় রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশের উপ-পুলিশ কমিশনার মো: আরেফিন জুয়েলের সার্বিক তত্ত্বাবধানে এসআই মো: রবিউল ইসলাম ও তার টিম মহানগর এলাকায় বিশেষ অভিযান ডিউটি করছিলো। এসময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, রাজপাড়া থানার কোর্ট রাজপাড়া এলাকায় একজন মাদক ব্যবসায়ী তার বাড়ির সামনে ফেন্সিডিল বিক্রয় করছে।
উক্ত সংবাদের পরিপ্রেক্ষিতে মহানগর ডিবি পুলিশের ঐ টিম রাত আনুমানিক সাড়ে ১২টায় ঘটনাস্থলে অভিযান পরিচালনা করে আসামি শাহীনুরকে আটক করে। এসময় তার কাছ থেকে ৬১ বোতল ফেন্সিডিল উদ্ধার হয়।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।