নিজস্ব প্রতিবেদক : শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী মাঠে অভিভাবক সমাবেশ ২০২৫ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের সভাপতি রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। তিনি শিক্ষার মান উন্নয়নে অভিভাবকদের পরামর্শ শুনেন এবং শহীদ মামুন মাহমুদ উচ্চ বিদ্যালয় ও কলেজকে একটি আধুনিক ও স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে প্রতিষ্ঠার লক্ষ্যে তাঁর বিভিন্ন পরিকল্পনার কথা তুলে ধরেন । শিক্ষার্থীদের সুশিক্ষিত এবং সুযোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষক শিক্ষার্থী এবং অভিভাবকদের ভুমিকার কথা উল্লেখ করে সকলকে সহযোগিতা কামনা করেন ।
এসময় তিনি পুলিশ অবসর কল্যাণ বৃত্তি লাভকারী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।
অভিভাবক সমাবেশ শেষে পুলিশ কমিশনার প্রাথমিক শাখার প্রথম শ্রেণির জন্য আকর্ষণীয় ও শিক্ষার্থী- বান্ধব শ্রেণিকক্ষের উদ্বোধন করেন যা শিশুদের শেখার অভিজ্ঞতাকে আরও আনন্দদায়ক ও কার্যকর করে তুলবে।
এছাড়াও পুলিশ কমিশনার রাজশাহী শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীদের পরিবহন সুবিধা বাড়াতে স্কুল বাসের উদ্বোধন করেন।
অনু্ষ্ঠানে সভাপতিত্ব করেন মো: সফিকুল ইসলাম, ভারপ্রাপ্ত অধ্যক্ষ, শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহী।
এসময় আরও উপস্থিত ছিলেন আরএমপি’র উপ-পুলিশ কমিশনার (সদর) মো: সাইফউদ্দীন শাহীন, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি) মো: নাসির উদ্দিন যুবায়ের, আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণসহ প্রতিষ্ঠানটির সম্মানিত শিক্ষকমণ্ডলী, অভিভাবক ও শিক্ষার্থীবৃন্দ।