নিজস্ব প্রতিবেদক: রাজশাহী মহানগরীর চলমান উন্নয়ন নিয়ে রাজশাহী সিটি কর্পোরেশনের প্রকৌশলীদের সাথে সভা করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য ও রাজশাহী সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র এ.এইচ.এম খায়রুজ্জামান লিটন। বুধবার রাত ৮টায় নগর ভবনে মাননীয় মেয়র দপ্তর কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় রাজশাহী সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. এবিএম শরীফ উদ্দিন, প্রকল্পের ইঞ্জিনিয়ারিং এডভাইজার মোঃ আশরাফুল হক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও প্রকল্প পরিচালক নূর ইসলাম তুষার, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মোঃ নূর-ঈ সাঈদ, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) সামসুদ্দিন হায়দার, নির্বাহী প্রকৌশলী (যান্ত্রিক) আহমদ আল মঈন, নির্বাহী প্রকৌশলী (উন্নয়ন) মাহমুদুর রহমান ও নিলুফার ইয়াসমিন, নির্বাহী প্রকৌশলী (পরিকল্পনা) সুব্রত কুমার সরকার, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এ.বি.এম. আসাদুজ্জামান সুইট, সহকারী প্রকৌশলী (যান্ত্রিক) শাহেদুজ্জামান জীবন প্রমুখ উপস্থিত ছিলেন।