1. shahalom.socio@gmail.com : admin :
  2. dbcjournal24@gmail.com : ডিবিসি জার্নাল ২৪ : ডিবিসি জার্নাল ২৪
রবিবার, ১৭ জানুয়ারী ২০২১, ০৭:২০ অপরাহ্ন

রাজশাহী অঞ্চলে প্রতিদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা

  • আপডেট করা হয়েছে শুক্রবার, ১৫ মে, ২০২০
  • ১১৯ বার পড়া হয়েছে
ফাইল ফটো

নিউজ ডেস্ক: রাজশাহী বিভাগের আট জেলায় গত ২৪ ঘন্টায় আটজন বেড়ে এ পর্যন্ত করোনা ভাইরাসে আক্রান্তর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৯ জনে। একই সময় তিনজন সুস্থ  হয়ে এ পর্যন্ত সুস্থ্যতা পেয়েছেন ৯৩ জন। বর্তমানে করোনাভাইরাসের সঙ্গে লড়ছেন এখনও ১৭৬ জন। আর মারা গেছেন দুইজন। বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য বুধবার সকালে এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিভাগে প্রথম করোনা রোগী শনাক্ত হয় গত ১২ এপ্রিল রাজশাহীর পুঠিয়া উপজেলায়। এরপর এখন পর্যন্ত বিভাগের আট জেলায় মোট ২৬৯ জন শনাক্ত হয়েছেন। এর মধ্যে রাজশাহীতে ১৭ জন, চাঁপাইনবাবগঞ্জ ১৬, নওগাঁয় ৭০ নাটোরে ১৩ জন, জয়পুরহাটে ৭৪, বগুড়ায় ৫৭, সিরাজগঞ্জে ৬ ও পাবনায় ১৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে।
বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. গোপেন্দ্রনাথ জানান, রাজশাহীতে করোনা আক্রান্ত ১৭ জনের মধ্যে একজন মারা গেছেন। সুস্থ হয়েছেন ৬ জন। চিকিৎসাধীন রয়েছেন ১০ জন।

চাঁপাইনবাবগঞ্জে আক্রান্ত ১৬ জনের মধ্যে এখনও কেউ সুস্থ হননি। সবাই হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। নওগাঁয় আক্রান্ত ৭০ জনের মধ্যে সুস্থ হয়েছেন ১০ জন। করোনার সঙ্গে লড়ছেন ৬০ জন। নাটোরে আক্রান্ত ১৩ জনের মধ্যে মারা গেছেন একজন। চিকিৎসাধীন ১১ জন।
জয়পুরহাটে আক্রান্তের সংখ্যা ৭৪ জন। এটিই বিভাগের মধ্যে সর্বোচ্চ আক্রান্ত। তবে এ জেলায় সুস্থ হয়েছেন ১৫ জন। কেউ মারা যাননি। বগুড়ায় আক্রান্তের সংখ্যা ৫৭ জন। এর মধ্যে হাসপাতালে আছেন ১৯ জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮ জন। বাকিরা বাড়িতে আইসোলেশনের চিকিৎসাধীন রয়েছেন।

সিরাজগঞ্জে আক্রান্তের সংখ্যা সবচেয়ে কম ৬ জন। সবাই হোম আইসোলেশনে। এখানে সুস্থও হননি কেউ, মারাও যাননি কেউ। আর পাবনায় আক্রান্ত হয়েছেন ১৬ জন। এর মধ্যে একজন মাত্র সুস্থ হয়েছেন।

ডা. গোপেন্দ্রনাথ আচার্য্য বলেন, করোনা থেকে বাঁচতে এখন প্রত্যেককে সর্বোচ্চ সর্তক থাকতে হবে। বিনা প্রয়োজনে ঘরের বাইরে বের হওয়া যাবে না। সামাজিক দূরত্ব বজায় রাখতে হবে। বাইরে বের হওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। বার বার সাবান দিয়ে হাত ধুতে হবে। আর করোনার কোনো উপসর্গ থাকলে নমুনা পরীক্ষা করতে হবে।

শেয়ার করুন

কমেন্ট করুন

আরো সংবাদ পড়ুন