নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে পাঁচটি মার্কেট ঝুঁকিপূর্ণ ঘোষণা করেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। এ কারণে ক্রেতা-বিক্রেতা ও জনসাধারণকে সতর্ক করতে মার্কেটগুলোতে ব্যানার টাঙানোর পাশাপাশি ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মাইকিং করা হচ্ছে। সোমবার (১৭ এপ্রিল) মার্কেটগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করে ফায়ার সার্ভিস।
মার্কেটগুলো হলো, আরডিএ মার্কেট, সাহেব বাজার কাপড়পট্টি, সোনাদীঘী মোড়ের সমবায় মার্কেট, সুলতানাবাদ নিউমার্কেট, হড়গ্রাম মার্কেট। এর মধ্যে অত্যাধিক ঝুঁকিতে রয়েছে আরডিএ মার্কেট। বিপুল ক্রেতা-বিক্রেতার সমাগম হওয়া এই আরডিএ মার্কেটে নেই নিজস্ব ব্যবস্থাপনায় পানি ও স্থায়ী অগ্নিনির্বাপণের ব্যবস্থা। একই অবস্থা বাকি চার মার্কেটেও। ফায়ার সার্ভিসের টাঙানো ব্যানারে লেখা রয়েছে, ‘অগ্নিনিরাপত্তার দিক থেকে রাজশাহী আরডিএ মার্কেট খুবই ঝুঁকিপূর্ণ। তাই সংশ্লিষ্ট সকলকে সতর্ক হওয়ার জন্য অনুরোধ করা হলো।’
রাজশাহী ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, রাজশাহীর সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ মার্কেট হলো আরডিএ মার্কেট। চার তলা বিশিষ্ট এই মার্কেটটি ২ দশমিক ১৮ একর জমির উপরে নির্মাণ করা হয়। আরডিএ মার্কেটে রয়েছে রেডিমেট গার্মেন্টস পণ্য, কসমেটিকস, ক্রোকারিজ সামগ্রী, ইলেক্ট্রনিক সামগ্রী, প্লাস্টিক ও লেদার পণ্যসহ সিনথেটিক জাত পণ্যের দোকান। এমনকি ছাদের ৪০ ভাগ জায়গাজুড়ে বিভিন্ন দোকানের গুদাম রয়েছে। তবে মার্কেটে নেই নিজস্ব ব্যবস্থাপনায় পর্যাপ্ত পানি ও স্থায়ী অগ্নিনির্বাপণের ব্যবস্থা।
এ বিষয়ে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী বিভাগের উপ-পরিচালক ওহিদুল ইসলাম বলেন, রাজশাহী আরডি মার্কেট, কাপড়পট্টি, সমবায় মার্কেট, নিউমার্কেট ও হড়গ্রাম মার্কেটে তেমন কোনো অগ্নিনির্বাপণের ব্যবস্থা নেই। এ বিষয়ে বারবার চিঠি দিলেও মার্কেট কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নেয়নি। আরডিএ মার্কেটের আশপাশে কোনো পুকুর নেই। ফলে অগ্নিকাণ্ডের কোনো ঘটনা ঘটলে পানির অভাবে আগুন নেভাতে প্রতিবন্ধকতার সৃষ্টি হবে। তবে আমরা রাজশাহী ওয়াসার সঙ্গে কথা বলেছি, তারা পানি সরবরাহ করতে চেয়েছে। তবে তা পর্যাপ্ত পরিমাণ হবে বলে মনে হয় না।
তিনি আরও বলেন, এছাড়া মার্কেট চারটির সিঁড়িতেও মালামাল রাখা হয়। ফলে আগুনের ঘটনা ঘটলে মানুষ সহজে নামতেও পারবে না। আরডিএ মাকের্টের ভেতরে এলোমেলোভাবে বৈদ্যুতিক তার রয়েছে। ফলে সহজেই আগুনের ঘটনা ঘটতে পারে। এসব কারণে মার্কেটগুলো ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে।
এ নিয়ে রোববার (১৬ এপ্রিল) দুপুরে আরডিএ কর্তৃক পুনর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় বসে। সভায় মার্কেট সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। এমনকি মার্কেটে গ্যাস সিলিন্ডারসহ কোনো ধরনের কেমিক্যাল না রাখার বিষয়েও সবাইকে সতর্ক করা হয়।
এ বিষয়ে আরডিএ কর্তৃক পুনর্বাসিত সাধারণ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ফরহাদ মাহমুদ হাসান বলেন, সভায় মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনার প্রেক্ষিতে ও রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের শতর্কীকরণ চিঠির বিষয়ে আলোচনা হয়। ব্যবসায়ীদের সতর্ক ও সচেতন থাকার জন্য আহ্বান জানানো হয়। মার্কেটে ডে-গার্ড ও নাইট গার্ডসহ স্বেচ্ছাসেবক বৃদ্ধি করারও সিদ্ধান্ত হয় সভায়।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, রোববার আরডিএ মার্কেট বিষয়ে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনারের কার্যালয়ে সভা হয়েছে। সেখানে আরডিএ মার্কেটের ব্যবসায়ীরা ছাড়াও বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ী প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। ফায়ার সার্ভিসের পক্ষ থেকে মার্কেটটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে শুনেছি। আমরা পরবর্তীতে এ নিয়ে মার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করবো।