নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর আম প্রথমবারের মত রাশিয়ায় রপ্তানি হল। এমটিবি এগ্রো অ্যান্ড গার্ডেন নামের একটি প্রতিষ্ঠান গৌরমতি ও কাটিমনসহ মোট ৩০০ কেজি আম রপ্তানি করেছে। আগামী ৫ বছর আম রপ্তানি করতে পারবে প্রতিষ্ঠানটি।
তিন বছরের চেষ্টায় রাশিয়ান কোম্পানি ন্যাশনাল ইলেকট্রিক এলএলসির অংশীদার হিসেবে আমগুলো রাশিয়ায় আমদানি করছে এমটিবি অ্যাগ্রো।
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার কুন্ডুয়া গ্রামের নাজিম উদ্দিন নামে এক কৃষকের বাগান থেকে আমগুলো সংগ্রহ করা হয়েছে।
এমটিবি অ্যাগ্রো অ্যান্ড গার্ডেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মাহতাব আলী বলেন, রাশিয়ায় আম রপ্তানি করা আমাদের জন্য বড় চ্যালেঞ্জিং ছিল।
কিন্তু আশারকথা হল আমরা শেষ পর্যন্ত রাশিয়া কর্তৃক বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার পর রপ্তানি করতে সক্ষম হয়েছি।
রুশ কর্তৃপক্ষ আমের নমুনা পরীক্ষা করে আগামী পাঁচ বছরের জন্য আমাদেরকে আম রপ্তানির অনুমতি দেয়।