নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ শিশু একাডেমী রাজশাহীর আয়োজনে শিশু বিকাশ ও প্রাক প্রাথমিক ২২০ জন শিশুর মাঝে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে ঈদ উপহার স্বরূপ পোশাক বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (১১ এপ্রিল) সকালে শিশু একাডেমি মিলনায়তনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিশুদের মাঝে ইদ উপহার বিতরণ করেন জেলা প্রশাসক শামীম আহমেদ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জয়া মারীয়া পেরেরা। এছাড়াও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (গোপনীয় শাখা) মো. শামসুল ইসলাম।
এসময় শিশু একাডেমির শিক্ষক আব্দুর রোকন মাসুমের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মনজুর কাদের।