নিজস্ব প্রতিবেদক:রাজশাহীতে ৬ দফা দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ।
আজ সোমবার (৪ নভেম্বর) সকাল ১১ টার দিকে ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি)সহ অন্যান্য প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা মহানগরীর দাশপুকুর, সিটি বাইপাস মোড়ে এই বিক্ষোভ কর্মসূচীটি পালন করেন।
প্রথমে শিক্ষার্থীরা ইনস্টিটিউট অব হেলথ্ টেকনোলজি (আইএইচটি) ক্যাম্পাস হতে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি দাশপুকর এলাকায় গিয়ে রাজশাহী- চাঁপাইনবাবগঞ্জ রোড অবরোধ করে বিক্ষোভ করতে থাকেন।
এছাড়াও সড়কে শুয়ে প্রতীকী লাশের উপর লাল সবুজের জাতীয় পতাকা বুকের উপর বিছিয়ে দিয়ে দাবি আদায়ের স্লোগান দিতে থাকেন। এসময় মহাসড়কের দুইপাশে তীব্র যানজটের সৃষ্টি হয়।
মেডিকেল টেকনোলজি ও ফার্মেসি ছাত্র সংগ্রাম পরিষদ আন্দোলনের আহ্ববায়ক সাদ্দাম হোসেন বলেন, আমাদের দাবি ৬ টি। দাবিগুলো দীর্ঘদিন থেকে জানিয়ে আসলেও এখন পর্যন্ত আমরা কোনো সাড়া পাইনি।
ফ্যাসিবাদ আওয়ামীলীগ সরকারের আমলে আন্দোলন সংগ্রাম করলেও কোনো কাজ হয়নি। আমরা আশা করি, এই সরকার আমাদের দাবিগুলো মেনে নিবে। আর যদি দাবি মানা না হয় তাহলে সারাদেশের শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে একযোগে বৃহত্তর আন্দোলন গড়ে তুলার ঘোষনা দেন।
দাবিগুলো হচ্ছে ১। স্বতন্ত্র দপ্তর গঠন করা, ২। ডিপ্লোমা ডিগ্রিধারীদের ১০ম গ্রেড (২য় শ্রেণীর পদমর্যাদা) প্রদান করা ৩। অগ্রাধিকার ভিত্তিতে ২০১৩ সালের স্থগিতকৃত নিয়োগ প্রক্রিয়া চালু করা। ৪। ঢাকা আইএইচটি কে বিশ্ববিদ্যালয় রূপান্তর করা ৫। মেডিকেল টেকনোলজি কাউন্সিল ও ডিপ্লোমা মেডিকেল এডুকেশন বোর্ড গঠন এবং প্রাইভেট সার্ভিস নীতিমালা প্রণয়ন ৬। বি ফার্মসহ সকল অনুষদের বি এস সি কোর্স ও চালু করা।