প্রেস বিজ্ঞপ্তি: সরকারি নির্দেশনা উপেক্ষা করে খুলে রাখা দোকানের ছবি তোলায় রাজশাহীর তিন ফটোসাংবাদিক এবং একজন রিপোর্টারকে লাঞ্ছিত করার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন দুর্গাপুরে কর্মরত স্থানীয় সাংবাদিকরা।
বৃহস্পতিবার সন্ধ্যায় দুর্গাপুর প্রেসক্লাবের সভাপতি রবিউল ইসলাম রবি ও সাধারণ সম্পাদক এস এম শাহাজামাল স্বাক্ষরিত এক বিবৃতিতে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সাহেব বাজার এলাকায় সরকারের নির্দেশনা উপেক্ষা করে দোকান ঘর খুলে রাখায় রাজশাহীতে কর্মরত তিনজন ফটোসাংবাদিক ওই দোকানের ছবি উঠান। এতে ক্ষিপ্ত হয়ে দোকান মালিক ও তাদের কর্মচারীরা ওই তিন সাংবাদিক এবং একজন রিপোর্টারকে লাঞ্ছিত করেন।
এ ধরনের ঘটনা সুস্থ সাংবাদিকতা বাধাগ্রস্থ করে। এ ধরনের ঘটনার যাতে পুনরাবৃত্তি না ঘটে সে জন্য তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয় এবং দোকান মালিক ও কর্মচারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও জানানো হয় বিবৃতিতে।