নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর যৌথ উদ্যোগে খুচরা পর্যায়ে সরকার নির্ধারিত মূল্যে আলু বিক্রি শুরু হয়েছে। সরকারের বেঁধে দেয়া মূল্য ৩৬ টাকা কেজি হলেও কোনো কোনো বাজারে মূল্যের কিছুটা হেরফের দেখা গেছে।
সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল থেকে নগরীর সাহেব বাজার, শিরোইল কাঁচা বাজার, লক্ষীপুর কাঁচাবাজারে ৩৬ টাকা কেজি দরে আলু বিক্রি শুরু হয়। আবার কোথাও ৪০ থেকে ৪৫ টাকা কেজি দরে আলু বিক্রি করতে দেখা গেছে। এর আগে জেলার বিভিন্ন কোল্ড-স্টোরেজ থেকে সরকারী মুল্যে আলু সরবরাহ করা হয়।
রাজশাহী জেলা প্রশাসনের একটি সূত্র জানিয়েছেন, নগরী ও জেলার বিভিন্ন বাজারের খুচরা বিক্রেতাদের কাছে ৩০ টাকায় আলু সরবরাহ ও ক্রেতাদের কাছে ৩৬ টাকায় বিক্রির উদ্যোগ নেওয়া হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনায় কোল্ড স্টোরেজগুলো এই কার্যক্রম পরিচালনা করছে। প্রতিদিন ভিন্ন ভিন্ন কোল্ড-স্টোরেজ এই কার্যক্রম পরিচালনা করবে।
এ সপ্তাহের মধ্যেই আলুর বাজার ক্রয়ক্ষমতার মধ্যে আসবে বলেও জানান জেলা প্রশাসন। জেলা প্রশাসন ও জাতীয় নিরাপত্তা গোয়েন্দা (এনএসআই) এর পক্ষ থেকে নিয়মিত বাজার মনিটরিং করা হবে বলেও জানান ওই সূত্রটি।