নিজস্ব প্রতিবেদকঃরাজশাহীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর দুই সদস্যের মাদক সেবনের ভিডিও ভাইরাল হয়েছে। ভিডিওতে রেল পশ্চিমাঞ্চলের এক দপ্তরে বসে তাদের মাদক সেবন করতে দেখা যায়।
সোমবার (২৪ জুন) দুপুরে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভিডিওটি ছড়িয়ে পড়ে।
অভিযুক্তরা হলেন- রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহী সাদ্দাম হোসেন ও শাহিনুর রহমান। তারা উভয়েই রাজশাহী রেলওয়ের আরএনবি শাখায় নিরাপত্তার কাজে নিয়োজিত রয়েছেন।
ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, দুই নিরাপত্তাকর্মী রেলওয়ে ভবনের একটি দপ্তরে বসে ইয়াবা সেবন করছেন। সাদা কাগজের ওপর মেঝেতে সারিবদ্ধভাবে বেশ কয়েকটি ইয়াবা সেবনের জন্য সাজিয়ে রাখা হয়েছে। এর কিছু দূরে নিরাপত্তাকর্মী সাদ্দাম হোসেন ইয়াবা সেবন করছেন। পাশের আরেকটি চেয়ারে বসে মোবাইলে কথা বলছিলেন সিপাহী শাহিনুর রহমান। একপর্যায়ে তারা দুজনে একসঙ্গে মাদক নিয়ে আড্ডায় মেতে ওঠেন।
খোঁজ নিয়ে জানা যায়, সাদ্দাম-শাহিনুর নিয়মিত মাদক সেবনের সঙ্গে জড়িত। প্রায় রাতে তারা রেল ভবনের বিভিন্ন রুমে মাদকের আড্ডা বসায়। এতে যোগ দেন বহিরাগতরাও।
রেল পশ্চিমাঞ্চলের ভারপ্রাপ্ত মহাব্যবস্থাপক (জিএম) আহম্মদ হোসেন মাসুম বলেন, বিষয়টি আমাদের নজরে এসেছে। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।