নিজস্ব প্রতিবেদক
২০০৫ সালে সারা দেশে একযোগে সিরিজ বোমা হামলার প্রতিবাদে রাজশাহীতে বিক্ষোভ সমাবেশ করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
আজ বুধবার বিকেলে নগরীর অলকার মোড়স্থ দলীয় কার্যালয় থেকে জেলা আওয়ামীলীগ বিক্ষোভ মিছিল বের করে বিভিন্ন সড়ক প্রদিক্ষন শেষে একই স্থানে সমাবেশ করে।
বিকেল সাড়ে ৫ টায় নগর আওয়ামীলীগ দলীয় কার্যালয় এর সামনে মানববন্ধন করে। পরে সেখান থেকে মিছিল নিয়ে জিরো পয়েন্টে যেয়ে সমাবেশ করেন ।
সমাবেশে জেলা ও নগর আওয়ামীলীগের শীর্ষ নেতারা বক্তব্য রাখেন। নেতারা বলেন, এ দেশে জঙ্গীবাদের কোন স্থান নেই। দেশবিরোধী অপশক্তি ও তার দোসদের বিরুদ্ধে আওয়ামীলীগ নেতা কর্মীরা ঐক্যবদ্ধ হয়ে রাজপথে থাকবে।