ডিবিসি জার্নাল২৪.কম নিজস্ব প্রতিনিধি কাটাখালী : রাজশাহীর কাটাখালীতে বাস এবং মাইক্রোবাস ও সিএনজির ত্রীমুখি সংঘর্ষের পর অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুর পৌনে দুইটার দিকে এ ঘটনা ঘটে। এতে মোট ১৫ জন নিহত হয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানায়, রাজশাহী থেকে যাত্রীবাহী একটি হানিফ বাস ঢাকার দিকে যাচ্ছিল। অন্যদিকে একটি যাত্রীবাহী মাইক্রোবাস ঢাকার দিক থেকে রাজশাহীর দিকে আসছিল। অন্য একটি যাত্রীবাহী সিএনজি রাজশাহী থেকে বানেশ্বরের দিকে যাচ্ছিল। বাস এবং মাইক্রোবাস ও সিএনজিটি রাজশাহীর কাটাখালির কাপাশিয়া এলাকায় পৌঁছানোমাত্র নিয়ন্ত্রণ হারিয়ে ত্রীমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসের ভিতরেই আগুনে পুড়ে ১১ জন নিহত হন । এছাড়াও আরও কয়েকজনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আরও চারজন মারা গেছে। সবমিলিয়ে অন্তত ১৭ জন নিহত হয়েছেন বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। মৃতের সংখ্যা আরো বাড়বে…