নিজস্ব প্রতিবেদক : রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ল্যাবে আরও সাতজনের নমুনায় করোনাভাইরাস পাওয়া গেছে। বুধবার রাতে পাওয়া ফলাফলে আক্রান্তদের মধ্যে দুইজন রাজশাহীর ও পাঁচজন নাটোরের।
রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. বুলবুল হাসান জানান, বুধবার রাজশাহী মেডিকেল কলেজ ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ফলাফল এসেছে ১২৩টির। যার মধ্যে সাতটি পজেটিভ। বাকি ১১৬টি নেগেটিভ এসেছে।
নতুন আক্রান্ত দুইজনের বাড়ি রাজশাহী জেলায়। এর মধ্যে একজনের বাড়ি রাজশাহী নগরের চন্ডিপুর এলাকায়। আর অপরজনের বাড়ি বাঘা উপজেলায়। এ নিয়ে রাজশাহীতে করোনাভাইরাসে আক্রান্ত সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৫ জন। যার মধ্যে রাজশাহী নগরের দুইজন। আর অপর পাঁচজনের বাড়ি নাটোরে। এ নিয়ে নাটোর জেলায় করোনায় আক্রান্ত বেড়ে দাঁড়ালো ৪৮ জনে।
রাজশাহীতে গত ১২ এপ্রিল প্রথম করোনা রোগী শনাক্ত হয়। বুধবার পর্যন্ত এ জেলায় মহানগরে দুইজন, বাঘায় দুইজন, পুঠিয়ায় সাতজন, দুর্গাপুরে দুইজন, বাগমারায় তিনজন, মোহনপুরে চারজন, তানোরে চারজন, পবায় দুইজন। এর মধ্যে একজন ঢাকায় শনাক্ত হয়েছে। তবে রাজশাহীতে চিকিৎসাধীন রয়েছেন। তার বাড়ি পবা উপজেলায়। রাজশাহীতে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত সাতজন সুস্থ্য হয়েছেন। আর মারা গেছেন একজন।