নিউজ ডেস্ক: ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি সন্ত্রাসীদের মাধ্যমে বিএনপি কর্তৃক ক্ষমতা দখল এবং খুনিদের নিয়ে সংসদ গঠন:
দীর্ঘ পাঁচ বছর জনগণের ওপর নির্যাতন ও শোষণ চালানোর পর গণতান্ত্রিক উপায়ে নির্বাচন অনুষ্ঠানের সাহস হারিয়ে ফেলেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
তাই দলীয় ক্যাডারদের মাধ্যমে একটি একতরফা সাজানো নির্বাচনের মাধ্যমে ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি অগণতান্ত্রিক উপায়ে রাষ্ট্রক্ষমতা দখল করেন তিনি। এমনকি সেই সাজানো নির্বাচনে কোনো রাজনৈতিক দল অংশ না নেওয়ায়, বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বাংলাদেশের প্রতিষ্ঠাতা বঙ্গবন্ধু শেখ মুজিবের খুনি রশীদকে কুমিল্লা থেকে এমপি বানিয়ে সংসদের বিরোধীদলীয় নেতার আসনে বসান।
কিন্তু আপামর বাঙালি জাতির তীব্র জনরোষের মুখে সেই একতরফা সাজানো নির্বাচন বাতিল হয় এবং গণআন্দোলনের মুখে ক্ষমতা দখলকারী খালেদা জিয়া ও অবৈধ বিএনপি সরকারকে পদচ্যুত হয়।
এরপর ১৯৯৬ সালের ১২ জুন একটি অবাধ ও স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে বিপুল ভোটে জিতে সরকার গঠন করে বাংলাদেশ আওয়ামী লীগ। এরপর সুষ্ঠুভাবে পাঁচ বছরের মেয়াদ শেষ করে স্বাধীন বাংলাদেশের একমাত্র সরকার হিসেবে একটি অবাধ নির্বাচনের উদ্দেশ্যে ক্ষমতা হস্তান্তর করে শেখ হাসিনার সরকার।
গণতন্ত্রকে সমুন্নত রাখার জন্য এতো সুন্দরভাবে সরকারের মেয়াদ শেষ করে ক্ষমতা হস্তান্তরের নজির আওয়ামী লীগ ছাড়া আর কারো নেই।