সিরাজগঞ্জে জেলা প্রতিনিধিঃ
মোহাম্মদ নাসিম ছিলেন অসাধারণ রাজনৈতিক দুরদর্শিতার প্রতীক , তিনি ছিলেন সফল সংগঠক। স্বাধীনতা আন্দোলন থেকে শুরু করে বাংলার বুকে গণতন্ত্র প্রতিষ্ঠা করার ক্ষেত্রে তার অবদান ছিল অপরিসীম। শুক্রবার( ২৪ শে জুন) সদর উপজেলার রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আয়োজনে সাবেক স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিমের ২ য় মৃত্যু বার্ষিক উপলক্ষে কেচিআর উচ্চবিদ্যালয় মাঠে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। রতনকান্দি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সাইদুল ইসলাম জুড়ানের সভাপতিত্বে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লবের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ কাজিপুর ১ আসনের সাংসদ প্রকৌশলী তানভীর শাকিল জয় তিনি তার বক্তব্য বলেন,
বাংলাদেশের রাজনীতির এমন কোন অঙ্গ নেই যেখানে মোহাম্মদ নাসিমের ভূমিকাছিল না। ছাত্র রাজনীতি থেকে শুরু করে আওয়ামীলীগের মূলধারার প্রতিটা ক্ষেত্রেই ছিল তার মুখর পদচারণা। একজন রাজনৈতিক নেতার সবগুলো গুণাবলি তার মধ্যে বিদ্যমান ছিল। সিরাজগঞ্জ তথা কাজিপুরের সার্বিক উন্নয়নে তার অবদানের কথা লিখে শেষ করা যাবে না। এ সময় আরও উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান শিরাজী, সদর উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এডভোকেট আব্দুল হাকিম, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শহিদুল ইসলাম সাধারণ সম্পাদক প্রকৌশলী আবদুল্লাহ আল মামুন, ছোনগাছা ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ও ইউপি চেয়ারম্যান মোহাম্মদ আলী জিন্নাহ, বাগবাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইউসুফ আলী, রতনকান্দি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আলমগীর কবির, আলী হোসেন, নূরে আলম রতন যুগ্ম সাধারণ সম্পাদক আলী হোসেন ও সাংগঠনিক সম্পাদক নিবিড় তালুকদার, আসলাম উদ্দিন সেখ,ইউনিয়ন আওয়ামী যুবলীগের সভাপতি জাহাঙ্গীর আলম সাধারণ সম্পাদক বুলবুল আহম্মেদ ভুট্ট,ইউনিয়ন আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত সভাপতি সোহেল রানা সাধারণ সম্পাদক আবির তালুকদার, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আলীম ও সাধারণ সম্পাদক জাকিরুল ইসলাম বাবু সহ বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে নেতা কর্মী উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভা শেষে মোহাম্মদ নাসিমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া ও তোবারক বিতরণ করেন।